সালমান শাহ্ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

0
সালমান শাহ্ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

নারায়ণগঞ্জে বাংলার চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহ্ হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভক্তরা। 

শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সালমান স্মৃতি সংসদ আয়োজিত ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আরিফুর ইসলাম টিটু, চলচ্চিত্র পরিচালক রেজা হাসমত, কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, মমিনুল ইসলাম, ইতি আক্তার ও বিথী আক্তার সহ সালমান ভক্তরা। 

মানববন্ধনে ভক্তরা বলেন, ‘বাংলার চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহ্ হত্যার দীর্ঘদিন কয়েক বছর হলেও এখনো হত্যার রহস্য এবং হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হয়নি। দ্রুত হত্যাকারী স্ত্রী সামিরা ও ডনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আসামীদের গ্রেপ্তার করা না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here