গাজীপুরের টঙ্গীতে ভূমিকম্পের ঘটনায় কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতর থেকে বের হতে গিয়ে পোশাকশ্রমিকসহ দুই শতাধিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল ও আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে ভূমিকম্পের পর এ ঘটনা ঘটে। এছাড়া টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের ২০-২৫ কিশোর আহত হয়েছে।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, ভূমিকম্পের কিছুক্ষণ পর থেকেই পোশাক কারখানার কয়েকশো শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে প্রায় ৪০ জন ভর্তি রয়েছে। এছাড়া শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

