সৌন্দর্য প্রতিযোগিতার বিশ্বমঞ্চ ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর বসেছিল থাইল্যান্ডে। জমকালো সেই আয়োজনে এবারের মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বশ।
শুক্রবার প্রকাশিত সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২৫ বছর বয়সী ফাতিমার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত আসরের চ্যাম্পিয়ন, ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থাইলভিগ।
রানারআপ হয়েছেন স্বাগতিক দেশ থাইল্যান্ডের প্রভিনার সিং। শীর্ষ পাঁচে জায়গা করে নেন ভেনেজুয়েলার স্টেফানি আবসালি, ফিলিপাইনের আহতিসা মানালো ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসি।
এবারের আসরে প্রথমে সাঁতারের পোশাক রাউন্ড শেষে শীর্ষ ৩০ থেকে ১২ জনকে নির্বাচিত করা হয়। এরপর সন্ধ্যার রাউন্ড থেকে নির্বাচিত হন চূড়ান্ত পাঁচ প্রতিযোগী। চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের কাছে জানতে চাওয়া হয়—যদি জাতিসংঘ সাধারণ পরিষদের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পান, কোন বৈশ্বিক ইস্যু নিয়ে কথা বলবেন এবং তরুণীদের ক্ষমতায়নে মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম কীভাবে ব্যবহার করবেন।
বিশ্বের অন্যতম জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’কে বলা হয় ‘বিউটি পেজেন্টের সুপার বোল’। প্রতিবছর বিভিন্ন দেশের প্রতিনিধিরা স্থানীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়ে অংশ নেন।
এবারের প্রতিযোগিতার আয়োজক ছিল থাইল্যান্ড। তিন সপ্তাহব্যাপী আয়োজনে অংশ নেওয়া প্রতিনিধিরা বিভিন্ন এলাকায় ঘুরে মহড়া ও নানা অনুষ্ঠানে অংশ নেন। এবারের আসরে ১২০টি দেশের প্রতিযোগী অংশ নেন।
প্রথমবারের মতো ফিলিস্তিনি প্রতিনিধিত্ব করেন নাদিন আইয়ুব। তিনি বাদ পড়ার আগে শীর্ষ ৩০ সেমিফাইনালিস্টের মধ্যে জায়গা করে নেন।
চূড়ান্ত আসর সঞ্চালনা করেন মার্কিন কৌতুক অভিনেতা স্টিভ বাইর্ন। উদ্বোধনী পরিবেশনায় ছিলেন জনপ্রিয় থাই সংগীতশিল্পী জেফ সাতুর।

