রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু বেলগ্রদে আন্তঃসীমান্ত আক্রমণকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, ভবিষ্যৎ যেকোনো প্রচেষ্টার জন্য রাশিয়া ‘তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর’ জবাব দেবে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ৭০ জনের বেশি নাশকতাকারী নিহত হয়েছে। পাশাপাশি স্বয়ংচালিত এবং সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। এই হামলা শুরুর পর এটিই ছিল ইউক্রেনের দিক থেকে সবচেয়ে বড় আন্তসীমান্ত অনুপ্রবেশের ঘটনা।
হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি হামভিসহ পরিত্যক্ত বা ক্ষতিগ্রস্ত পশ্চিমা সামরিক যানের ছবি পরে প্রকাশ করে রাশিয়া। হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বিভিন্ন খবরাখবর নজরে আসার কথা স্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
তবে খবরগুলোর সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্র সন্দিহান বলে জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র। যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে, তারা রাশিয়ার ভেতর হামলাকে উৎসাহিত বা সমর্থন করেনি। সূত্র: সিএনএন