স্বঘোষিত দোনেতস্ক গণপ্রজাতন্ত্রের ভারপ্রাপ্ত প্রধান দেনিশ পুশিলিন মঙ্গলবার ইউক্রেনের বাখমুত শহর পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, বাখমুত এখন থেকে আগের নাম ‘আর্তেমভস্ক’ নামে পরিচিত হবে।
বুধবার টেলিগ্রাম বার্তায় দেনিশ পুশিলিন বলেন, বাখমুত ইউক্রেনের হয়েছিল এটা দুর্ভাগ্য। এখন আর এটা ইউক্রেনের নয়, এটা রাশিয়ার। আর এখন এটা বাখমুত নয় ‘আর্তেমভস্ক’।
রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ সম্প্রতি বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। কিয়েভ বলছে, ইউক্রেনের সেনারা এখনও শহরটির অংশবিশেষ নিয়ন্ত্রণ করছেন। দেশটির সেনারা শহরের উপকণ্ঠের দিকে অগ্রসর হচ্ছেন। সূত্র: সিএনএন