শ্রীমঙ্গলে নিজ বাড়িতে ফিরে উচ্ছ্বসিত শমিত সোম

0
শ্রীমঙ্গলে নিজ বাড়িতে ফিরে উচ্ছ্বসিত শমিত সোম

ঐতিহাসিক জয়ের পর পৈতৃক ভিটা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গেলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার শমিত সোম। বুধবার (১৯ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে পৌঁছান। এ সময় পরিবারের সদস্যরা তাকে পরম মমতা ও গভীর আন্তরিকতার সঙ্গে বরণ করে নেন।

এর আগে গত মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে ১-০ গোলে হারানোর ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শমিত।

শমিত সোম ছোটবেলায় যখন শ্রীমঙ্গলে আসতেন, তখন তার পরিচয় ছিল ভিন্ন। তখন পারিবারিক পরিমণ্ডলেই কাটত ছুটির সময়। গত কয়েক মাসে বাংলাদেশে শমিত এলেন তিনবার, তবে নিজ বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি। অবশেষে ভারতকে হারানোর পরদিন শ্রীমঙ্গল ফিরে অন্যরকম অনুভূতিতে ভাসলেন জাতীয় দলের এ মিডফিল্ডার।

গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় শমিত শোম বলেন, ‘শ্রীমঙ্গল এসে অনেক ভালো লাগছে। আমি তো তিনবার (জাতীয় দলে সুযোগ পাওয়ার পর) আসলাম বাংলাদেশে। এখানে আসতে পারিনি আগে। এবার এখানে সময় কাটাতে পেরে খুশি লাগছে।’

শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তরসুর এলাকার সন্তান শমিত শোম ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মানিক লাল সোমের নাতি। তার বাবা মানস লাল সোম এবং চাচা বীর মুক্তিযোদ্ধা মোহন লাল সোম, উভয়েই শ্রীমঙ্গলের সুপরিচিত মুখ।

শমিত সোম কানাডায় গড়ে তুলেছেন ফুটবলে নিজের দক্ষতা ও পেশাদারি। আধুনিক প্রশিক্ষণ, কঠোর পরিশ্রম এবং দৃঢ় মানসিকতা তাকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের কাতারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here