ঠাকুরগাঁওয়ে বিসিক উদ্যোক্তা মেলায় ৬০ স্টল

0
ঠাকুরগাঁওয়ে বিসিক উদ্যোক্তা মেলায় ৬০ স্টল

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। স্থানীয় উদ্যোক্তাদের তৈরি হস্ত ও কারুশিল্পের প্রায় ৬০টি স্টল ইতোমধ্যেই দর্শনার্থী ও ক্রেতাদের নজর কাড়ছে। এতে উদ্যোক্তাদের উৎপাদিত নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব মাঠে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস।

বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ স্থানীয় উদ্যোক্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

মেলায় হাঁড়িপাতিল, শোপিস, হাতে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের সমৃদ্ধ সংগ্রহ দেখা যাচ্ছে। উদ্যোক্তারা বলছেন, এ ধরনের মেলা স্থানীয় উৎপাদকদের জন্য নতুন বাজার তৈরির সুযোগ সৃষ্টি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here