রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, ওয়াগনার বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী। তবে এরপর আমাকে বলতে হবে ইউক্রেনীয়রা বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী। তারা খুবই সুসংগঠিত।
মঙ্গলবার রুশপন্থি ব্লগার কনস্ট্যান্টিন ডলগভের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ওয়াগনার প্রধান বলেন, ওয়াগনারের সশস্ত্র যোদ্ধারা অনেক শক্তিশালী হলেও, ইউক্রেনীয় সেনাবাহিনীও পাল্টা ভয়ংকর লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে ইউক্রেনীয়দের বিরুদ্ধে লড়াই করতে প্রকৃত অর্থে প্রস্তুত নয় রুশ বাহিনী।
বাখমুতে মূলত ইউক্রেনীয় যোদ্ধাদের সঙ্গে লড়াই করেছে ওয়াগনারের বাহিনী। তাদের প্রয়োজনীয় সহায়তা দিয়েছে মস্কো। ফলে ইউক্রেনীয় সেনাদের লড়াই সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে ওয়াগনার যোদ্ধাদের।
এ প্রসঙ্গে প্রিগোজিন সাক্ষাৎকারে আরও বলেন, ইউক্রেনীয়রা খুবই সংগঠিত, প্রশিক্ষিত এবং তাদের বুদ্ধিমত্তা দারুণ। তারা যেকোনো সামরিক ব্যবস্থা সমান সাফল্যের সঙ্গে পরিচালনা করতে পারে। সেটি হোক সোভিয়েত কিংবা ন্যাটো।
ওয়াগনার প্রধান বলেন, বাখমুতে যুদ্ধ করার সময় তার গ্রুপের ২০ হাজারেরও বেশি যোদ্ধা নিহত হয়েছে। সূত্র: সিএনএন