মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

0
মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়ন না হলে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন নোয়াখালী মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম সদস্যরা (এমটিএফ)। বুধবার (১৯ নভেম্বর) সকালে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি ঘোষণা করেন তারা। 

মানববন্ধনে বক্তারা বলেন- করোনা, ডেঙ্গু ও নানা স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও টেকনোলজিস্টরা এখনো ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আর কোনো আশ্বাস নয়, এবার চাই সরাসরি সিদ্ধান্ত। নতুন করে জটিলতা সৃষ্টি হলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

এছাড়াও মানববন্ধন থেকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে সরকারের প্রতি দ্রুত ন্যায্য দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানানো হয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের নোয়াখালী জেলার সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. মিনারুল ইসলাম, টিম রনভেরীর নোয়াখালী জেলা প্রতিনিধি আব্দুল মান্নান, শান্তনা আক্তার, সুলতানা রাজিয়া, মো. আলী জুয়েল এবং সম্মিলিত টেকনোলজিস্ট পরিষদের উপদেষ্টা মো. শাহাদাত হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here