হবু স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেত্রীর

0

ভারতের টেলিভিশন পর্দার জনপ্রিয় অভিনেত্রী বৈভবী উপাধ্যায়া গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। প্রযোজক জেডি মাজেঠিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই দুঃসংবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘উত্তর ভারতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বৈভবী উপাধ্যায়ের।

সত্যিই, এমনটা তো হওয়ার কথা ছিল না! এটা একেবারেই অপ্রত্যাশিত একটি ঘটনা। সত্যি ভালো মনের মানুষ ছিলেন বৈভবী। প্রাণশক্তি ভরপুর একজন মানুষ, আমার খুব কাছের একজন। জীবন ভীষণ অনিশ্চিত!’ জানা গেছে, চণ্ডীগড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় বৈভবীর।

শোনা যাচ্ছে, মুম্বাইতে নিয়ে আসা হচ্ছে তার দেহ। সেখানেই শেষকৃত্য হবে। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালে জ্যাসমিনের চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন বৈভবী। টেলিভিশনে কাজের পাশাপাশি ওয়েব সিরিজও কাজ করেছেন অভিনেত্রী।

এছাড়া অভিনয় করেছেন দীপিকা পাডুকোনের সঙ্গে বলিউড চলচ্চিত্র ‘ছাপ্পাক’-এ। তিনি ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’র মতো বহু সিরিয়ালের পরিচিত মুখ ছিলেন। অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া নেমেছে টেলিভিশন অঙ্গনে।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here