ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

0

রংপুর নগরীতে হাতের অপারেশন পর এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ভিশন স্পেশালাইজড হাসপাতালে। ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এমনটা দাবি করেছেন মৃত হায়দার আলীর (২৭) স্বজনরা। 

তবে সিভিল সার্জন বলেছেন, বিষয়টি অবগত হয়েছি। সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

রোগীর স্বজনরা হাসপাতাল ঘিরে রাখলে হাসপাতালের পরিচালক কামরুজ্জামান বাইরে থেকে নিজের কক্ষে তালা লাগিয়ে দেন। পরে সেখানে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ঘটনাটি কী হয়েছে আমার জানা নেই।

নিহত হায়দার আলীর বাবা ফজলুল হক বলেন, এই হাসপাতালে ৪০ হাজার টাকায় ছেলের অপারেশনের চুক্তি হয়। অপারেশনের পর আমার ছেলের অবস্থার অবনতি হয় এবং মারা যায়। আমার ছেলের বাম হাতের পেশির কাছে হাড্ডি ভেঙে যায়। তারা অপারেশনের নামে ছেলেকে হত্যা করেছে। আমি তাদের বিচার চাই।

রংপুর জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here