ঘরের মাঠ চিদাম্বরাম স্টেডিয়ামে মঙ্গলবার (২৩ মে) প্রথম কোয়ালিফায়ারে ১৫ রানে জিতেছে চেন্নাই। ১৭২ রানের পুঁজি নিয়ে গুজরাটকে তারা থামিয়ে দিয়েছে ১৫৭ রানে। আইপিএলের ১৬ আসরের মধ্যে ১০ বারই ফাইনালে জায়গা করে নিল চেন্নাই। টুর্নামেন্টের দ্বিতীয় সফলতম দল তারা, শিরোপা ঘরে তুলেছে ৪ বার।
অনেকে ভাবছেন আইপিএলে এটাই হয়তো ৪১ বছর বয়সী ধোনির শেষ মৌসুম। ম্যাচ শেষে সে বিষয়ে তিনি বলেছেন, ‘আসলে এটাই শেষ মৌসুম কিনা জানি না। কারণ, আমার হাতে এখনো ৮-৯ মাস সময় রয়েছে। আগামী ডিসেম্বরে ছোট্ট পরিসরের নিলাম অনুষ্ঠিত হবে। সুতরাং এখনই কেন বিষয়টি নিয়ে মাথা ঘামাবো? সিদ্ধান্ত নেওয়ার মতো অনেক সময় আমার হাতে আছে।’
ধোনির বর্তমান বয়স ৪১। আগামী মৌসুমে তার বয়স হবে ৪২। এই বয়সেও এই মৌসুমে চেন্নাইর হয়ে সবগুলো ম্যাচ খেলেছেন তিনি। যদিও তার হাঁটুতে কিছুটা সমস্যা রয়েছে। তারপরও বসে নেই তিনি, খেলে যাচ্ছেন। সবকিছু বিবেচনা করেই তিনি আইপিএলে তার ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নিবেন।