জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল

0
জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল

জলবায়ু ও প্রকৃতি সঙ্কটের বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবিতে ব্রাজিলের বেলাম শহরের রাস্তায় মিছিল করেছে হাজার হাজার মানুষ। শনিবার এই শহরের সড়কগুলোতে আদিবাসীদের স্লোগান, ধ্রুপদী ব্রাজিলিয়ান গান এবং পরিবেশগত ন্যায়বিচারের আহ্বান প্রতিধ্বনিত হয়।

বিশ্বজুড়ে পরিবেশবাদী কর্মীরা জলবায়ু বিষয়ক সম্মেলক কপ-৩০ এর আমাজনীয় আয়োজক শহরে জড়ো হয়েছেন। পরিবেশবাদী কর্মীরা আলোচকদের উচ্চাকাঙ্ক্ষা বাড়ানোর আহ্বান জানান।

চার বছর আগে গ্লাসগোতে কপ-২৬ এর পর বার্ষিক জলবায়ু আলোচনার বাইরে বিক্ষোভ ছিল প্রথম বড় প্রতিবাদ। এরপর ব্রাজিলেই বড় আকারে বিক্ষোভ হচ্ছে। কারণ শেষ তিনটি সমাবেশ এমন জায়গায় অনুষ্ঠিত হয়েছিল যেখানে বিক্ষোভের প্রতি সহনশীলতা ছিল না। সেগুলো হলো- মিসর, দুবাই এবং আজারবাইজান।

শনিবার বেলামে ‘গ্রেট পিপলস মার্চ’ শুরু হয়। ভোরবেলায় আদিবাসী বিক্ষোভকারীদের একটি বিশাল দল মিছিল শুরু হওয়ার অপেক্ষায় স্লোগান দিচ্ছিল।

রোরাইমা থেকে নয় ঘণ্টা ভ্রমণ করে এই মিছিলে যোগদান করেছিলেন রাকেল ওয়াপিচানা। তিনি একটি প্ল্যাকার্ড বহন করছিলেন যেখানে লেখা ছিল, “আসুন সংগ্রাম করি।”

তিনি বলেছেন, “আমি এখানে আমার জনগণ, আমার ভূমি, আমাদের নদী এবং আমাদের পূর্বপুরুষদের জন্য এসেছি। খনি, কৃষি ব্যবসা এবং ভূমি আক্রমণের মাধ্যমে আমরা ক্রমাগত হুমকির সম্মুখীন। আমাদের বেঁচে থাকার জন্য আমাদের লড়াই করতে হবে।”

মিছিলের সবচেয়ে আলোচিত অংশ ছিল ‘জীবাশ্ম জ্বালানির জন্য অন্ত্যেষ্টিক্রিয়া’। কালো পোশাক পরিহিত এক ডজন ‘শোকার্ত’ দুটি বৃহৎ ভূতের পুতুল এবং তিনটি বিশাল কফিনের নীচে সমাবেশ করেন। ওই কফিনগুলোর উপর ‘কয়লা’, ‘তেল’ এবং ‘গ্যাস’ শব্দ লেখা ছিল। 

ব্রাজিলে জলবায়ু আলোচনার এখনও এক সপ্তাহ বাকি আছে এবং ফলাফল কী হবে তা স্পষ্ট নয়। ব্রাজিলের আয়োজকরা জানিয়েছেন, তারা কোনও ‘প্রচ্ছদ সিদ্ধান্ত’ জারি করার পরিকল্পনা করছেন, অর্থাৎ আলোচনার শেষে চুক্তি ঘোষণার কথা ভাবছেন না। এর পরিবর্তে, তারা বাস্তবায়নের উপর জোর দেবেন। সূত্র: আল-জাজিরা, ডয়েচে ভেলে, এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here