চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস

0
চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস

গুগল ফটোসে এসেছে নতুন এআই ফিচার, ব্যবহারকারীর জন্য এডিটিং এখন আরও সহজ হচ্ছে। দৈনন্দিন প্রযুক্তিতে এআইয়ের ব্যবহার বেড়ে যাওয়ায় ছবি তোলা এবং সম্পাদনার সুবিধাকেও সম্পূর্ণ নতুনভাবে সাজিয়েছে গুগল। এবার গুগল ফটোসে যুক্ত হয়েছে একাধিক এআই পাওয়ারড টুল, যা সাধারণ ছবিকেও মুহূর্তে করে তুলবে নিখুঁত, আকর্ষণীয়, স্বাভাবিক।

গুগলের নিজস্ব ইমেজ জেনারেটর ন্যানো বানানা সরাসরি যুক্ত হয়েছে ফটোস অ্যাপে। ফলে ব্যবহারকারী এখন যেকোনো ছবি থেকেই ইমাজিনারি ইমেজ বা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে পারবেন, কোনো আলাদা সফটওয়্যার, দক্ষতা বা ডিজাইন স্কিল ছাড়াই। ন্যানো বানানা কয়েক সেকেন্ডে ছবিকে নতুন রূপে সাজিয়ে দিতে পারে।

ছবি তোলার সময় চোখ বন্ধ থাকা, মুখে হাসি না থাকা বা হঠাৎ সানগ্লাস পরে ফেলার মতো ভুল প্রায়ই ঘটে। আগে এমন ছবি ঠিক করতে বড় সফটওয়্যারের সাহায্য নিতে হতো। এখন গুগল ফটোসে শুধু ‘হেল্প মি এডিট’ → ‘রিমুভ সানগ্লাসেস’, ‘ওপেন মাই আইস’ বা ‘এডিটেড স্মাইল’ বললেই এআই নিজে থেকেই ছবিটিকে প্রাকৃতিকভাবে ঠিক করে দেবে। ফলে পারিবারিক অনুষ্ঠান, ভ্রমণ বা বিশেষ দিনের ছবিকে আর নতুন করে তুলতে হবে না; কয়েক সেকেন্ডেই তা হয়ে যাবে পারফেক্ট।

আইওএস ব্যবহারকারীদের জন্য এসেছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এডিটিং সুবিধা। এখন কণ্ঠে কমান্ড দিলেই এআই প্রয়োজনীয় পরিবর্তন করে দেবে। পাশাপাশি আনা হয়েছে নতুন ফটো এডিটর ইন্টারফেস। স্পর্শ বা জেসচারের মাধ্যমেও পরিবর্তন আনা যাবে, ফলে এডিটিংয়ে নবীন ব্যবহারকারীরাও সহজে ছবিকে নিজের মতো করে সাজাতে পারবেন।

সূত্র, লাইভমিন্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here