ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইয়াবাসহ দুই যুবক আটক

0
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইয়াবাসহ দুই যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার দুর্গারামপুর ওয়াদুদ মিয়ার বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পালের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় দুই যুবককে আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফ থানার সাতঘরিয়া গ্রামের মোহাম্মদ সিদ্দিক মিয়ার ছেলে মো. রবিউল আলম সিদ্দিকী (২৬), টেকনাফ থানার পূর্ব পানখালী হোয়াকিয়া পাড়ার মোহাম্মদ শাহ আলমের ছেলে মো. জুনাইদ (২৫)।

তাদের কাছ থেকে মোট ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করা হয় বলে জানায় পুলিশ।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here