বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা ভারত

0
বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা ভারত

বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। আগামী মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

এআইএফএফ জানায়, ভারতীয় দল শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছিয়েছে। 

ঘোষিত দলে রয়েছেন সম্প্রতি ভারতের নাগরিকত্ব পাওয়া অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ফুটবলার রায়ান উইলিয়ামস। তবে তিনি খেলতে পারবেন কি না, তা নির্ভর করবে ফুটবল অস্ট্রেলিয়ার নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) এবং পরে ফিফা ও এএফসির চূড়ান্ত অনুমোদনের ওপর।

৩২ বছর বয়সী উইলিয়ামস বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব বেঙ্গালুরু এফসিতে খেলছেন। এর আগে ইংলিশ ক্লাব ফুলহাম, পোর্টসমাউথ ও বার্নলিতেও খেলেছেন। জন্মসূত্রে অস্ট্রেলিয়ান হলেও মায়ের মাধ্যমে ভারতের নাগরিকত্ব তার রয়েছে। বাবার দিক থেকে ইংল্যান্ড ও ওয়েলসের হয়েও খেলার সুযোগ ছিল, যদিও তিনি অস্ট্রেলিয়ার হয়েই আন্তর্জাতিক ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। জাতীয় দলের সুযোগ না পাওয়ায় শেষ পর্যন্ত ভারতের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি।

ভারতের স্কোয়াড : গুরপ্রীত সিং সান্ধু, হৃত্বিক তিওয়ারি, সাহিল; আকাশ মিশ্র, আনোয়ার আলী, বিকাশ ইয়ুমনাম, হিমিংথান্মাওইয়া রালতে, জয় গুপ্তা, পরমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান; ব্রিশন ফার্নান্দেস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, মাকারতন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম; এডমুন্ড লালরিন্দিকা, লাল্লিয়াঞ্জুলা ছাংতে, মোহাম্মদ শানান, রহিম আলী, রায়ান উইলিয়ামস ও বিক্রম প্রতাপ সিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here