গাইবান্ধায় রোপা আমনের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত

0
গাইবান্ধায় রোপা আমনের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় রোপা আমনের নমুনা শস্য কর্তন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চলতি মৌসুমে ধানের গড় উৎপাদন নির্ধারণের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলার টেপা পদুমশহর ব্লকে এ কর্মসূচি আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপসহকারী কৃষি কর্মকর্তা হাসানুর রহমান, স্থানীয় কৃষক আব্দুল কুদ্দুস খান, নুরুল ইসলাম সরকার, আজাদুল ইসলাম ও দুলাল হোসেন।

কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া, সময়মতো সার ও সেচ সুবিধা পাওয়ায় এবার ধানের ফলন আশানুরূপ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ‘নমুনা কর্তনের মাধ্যমে এলাকার গড় ফলন নির্ধারণ করা হয়। এটি জাতীয় উৎপাদন পরিসংখ্যানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

এ সময় গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষানবিশ শিক্ষার্থীরাও মাঠ পর্যায়ে উপস্থিত থেকে ধান কর্তন ও ফলন নির্ণয়ের প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here