ট্রাকচাপায় কিশোর নিহত

0
ট্রাকচাপায় কিশোর নিহত

রাজবাড়ীতে ট্রাকচাপায় পলাশ কাজী (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। পলাশ কাজী জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের ছাকেন কাজীর ছেলে। সে পড়ালেখা ছেড়ে দিয়ে বিদেশ যাওয়া চেষ্টা করছিলেন।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় পলাশ কাজীকে চাপা দেয় অজ্ঞাত একটি ট্রাক। স্থানীয়রা পলাশকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক ফরিদপুর মেডেকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পলাশ কাজী মারা যায়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন।

পলাশের প্রতিবেশীদের ভাষ্য- বিকালে বন্ধু নিরবকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে রাজবাড়ী যায় পলাশ। রাজবাড়ী থেকে বাড়ি ফেরার পথে পাংশা থেকে ছেড়ে আসা একটি ট্রাক পলাশকে চাপা দেয়। এ সময় পলাশ ও নিরব গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেডে রেফার্ড করলে হাসপাতাল কর্তৃপক্ষ পলাশকে মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দীন বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া নিয়ে আমাদের উপ পরিদর্শক মো. সাজ্জাদ কাজ করছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here