কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা

0
কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা

কাতারের মধ্যস্থতায় অবশেষে শান্তির পথে হাঁটছে কঙ্গো। শনিবার দোহায় শান্তিচুক্তির কাঠামোতে সই করেছে কঙ্গো সরকার এবং দেশটির শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী এম২৩। কঙ্গোর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষ থামানোর লক্ষ্যেই এই চুক্তি। সই অনুষ্ঠানে দুই পক্ষের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এম২৩ বিদ্রোহীরা গত জানুয়ারিতে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর গোমা দখল করেছিল। এরপর উত্তর কিভু ও দক্ষিণ কিভুর বেশ কিছু এলাকায় তাদের প্রভাব বেড়ে যায়। প্রতিবেশী রুয়ান্ডার শর্তহীন সমর্থন পাওয়ার অভিযোগ থাকলেও রুয়ান্ডা বরাবরই তা অস্বীকার করেছে।

কঙ্গোয় সহিংসতায় এতদিন হাজার হাজার মানুষ নিহত হয়েছে, আর ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে লক্ষাধিক। পরিস্থিতি ধীরে ধীরে পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি তৈরি করছিল।

গত এপ্রিল থেকে কাতারের উদ্যোগে কঙ্গো সরকার ও এম২৩ বিদ্রোহীদের সরাসরি আলোচনার কয়েকটি ধাপ অনুষ্ঠিত হয়। আলোচনাগুলো মূলত পূর্বশর্ত ও পারস্পরিক আস্থার বিষয়গুলোতেই সীমিত ছিল। গত জুলাইয়ে নীতিমালার একটি ঘোষণায় সম্মত হয় দুই পক্ষ। তবে মূল সংঘাত তখনও অমীমাংসিত ছিল। অক্টোবর মাসে তারা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ সংক্রান্ত আরেকটি চুক্তিতে পৌঁছায়।

সাম্প্রতিক এই শান্তিচুক্তি স্বাক্ষরকে কঙ্গো সরকার এবং এম২৩ বিদ্রোহীদের বৃহত্তর যুদ্ধবিরতি চুক্তির দিকে অগ্রসর হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সোর্স: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here