বান্দরবান সদরের রেইচা আর্মি ক্যাম্প চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৬ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সেনাবাহিনী। শনিবার রাতে বান্দরবান সদর জোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বান্দরবানে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ৬ জনকে আটক করা হয়। তারা জাতীয় পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের তালিকাভুক্ত বাসিন্দা।
আটক রোহিঙ্গারা জানান, তারা অবৈধভাবে ক্যাম্প ত্যাগ করে বান্দরবানে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
আটকরা হলেন রহিমুল্লাহ (২৪), হাসিমোল্লা (৩৯), হানিফ (২৫), ইমাম হোসেন (২৩), সৈয়দ আলম (৩২) ও মো. সাগের (২১)। পরে সেনাবাহিনী তাদেরকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করে।

