চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রাক্তন ছাত্র-ছাত্রী সমাবেশ ও পুনর্মিলনী আগামী বছরের ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পুনর্মিলনী উপলক্ষ্যে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে শুরু হয়েছে শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম। এ কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রসমিতির সভাপতি অধ্যাপক ডা. এসএম তারেক বলেন, আগামী বছরের ১৭ ও ১৮ জানুয়ারি দুই দিনব্যাপী চমেক প্রাক্তন শিক্ষার্থীদের সমাবেশ ও পুনর্মিলনী অনুষ্ঠান। এ উপলক্ষ্যে ইতোমধ্যে শিক্ষার্থীরা নিবন্ধন শুরু করেছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন কাজ। আমরা আশা করছি, যেসব সম্মানিত প্রাক্তন শিক্ষার্থী, চিকিৎসক, শিক্ষক দেশে এবং দেশের বাইরে আছেন এবং এখনও যারা নিবন্ধন করেননি, তাদের নিবন্ধনের অনুরোধ করছি।

