কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ পৃথক বিশেষ অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। তারা দু’জনই বহু মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। শনিবার দুপুরে কক্সবাজার জেলা (বিশেষ শাখা)–এর অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ৮ নং ওয়ার্ডের মৃত হাজী আবুল কাশেমের ছেলে ইউপি সদস্য নুরুল হুদা (৪৬), টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়া ১ নং ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে রশিদ মিয়া (৩৫)।
তিনি জানান, গেল রাত ২টা ৩০ মিনিটে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০২ জন আত্মসমর্পণকারী মাদক কারবারীর তালিকাভুক্ত অন্যতম ব্যক্তি হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নুরুল হুদাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি মাদক মামলা, অপহরণসহ খুনের ১টি মামলা, ৩টি অস্ত্র মামলা, বিশেষ ক্ষমতা আইনের ১টি মামলা, মানিলন্ডারিং এর ১টি মামলা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ৪টি মামলা এবং নাশকতা ও বিস্ফোরক আইনের ২টি মামলা অন্তর্ভুক্ত।
এদিক ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়া ১ নম্বর ওয়ার্ড থেকে সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রশিদ মিয়া (৩৫)কে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ট্রিপল মার্ডার, অপহরণ, নাশকতা ও বিস্ফোরক, মানব পাচার এবং মাদকসহ মোট ৫টি মামলা রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

