টেস্টে ছক্কার রেকর্ড ঋষভের, টপকালেন শেবাগকে

0
টেস্টে ছক্কার রেকর্ড ঋষভের, টপকালেন শেবাগকে

চোট থেকে ফেরাটাকে স্মরণীয় করে রেখেছেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান ঋশভ পন্ত। ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে পায়ের চোট পাওয়ার পর কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে তিনি ভক্তদের মন জয় করেছেন।

পন্ত শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন এবং তার আগ্রাসী ব্যাটিংয়ে দেখা গেছে যে চোট তার খেলার ধারাকে দমিয়ে রাখতে পারেনি। দ্বিতীয় দিনে ভারতের ৩৮তম ওভারে কেশব মহারাজের বিপক্ষে পন্তের হাঁকানো বলটি লং-অফ বাউন্ডারির বাইরে গিয়ে বড় ছয় হয়। 

এটি পন্তের টেস্টে ৯১তম ছয়, যা ভারতের সর্বোচ্চ ছয় মারার রেকর্ড। তবে এদিন ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৪ বলে ২৭ করে করবিন বশের বলে ক্যাচ আউট হন তিনি। এর আগে তিনি দুই চার ও দুটি ছক্কা হাঁকান।

এই কৃতিত্বের মাধ্যমে ঋশভ পন্ত কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র শেবাগকে পেছনে ফেলে ভারতের সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড নিজের করে নিয়েছেন। বিশ্ব টেস্ট ক্রিকেটে এই রেকর্ড এখন সপ্তম স্থানে রয়েছে। সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস, যার সংগ্রহ ১৩৬টি ছয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here