আগামী নির্বাচন ভবিষ্যৎ বাংলাদেশ নির্ধারণে কাজ করবে : দেবপ্রিয় ভট্টাচার্য

0
আগামী নির্বাচন ভবিষ্যৎ বাংলাদেশ নির্ধারণে কাজ করবে : দেবপ্রিয় ভট্টাচার্য

নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সবার অংশগ্রহণের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের ফলাফল আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে কাজ করবে।

শনিবার দুপুরে রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে রাজশাহীতে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক নির্বাচনী উদ্যোগে আঞ্চলিক পরামর্শ সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন। 

দেবপ্রিয় বলেন, নির্বাচন এখন একটি অবধারিত ঘটনা পরিণত হয়েছে। চলমান সংস্কার, বিচার ও নির্বাচনী প্রক্রিয়ার আলোচনা এবং বিতর্কে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থ ও প্রত্যাশা তুলে ধরতে তাদের এ আয়োজন। এ প্ল্যাটফর্মটি নাগরিক ইস্তেহার প্রস্তুত এর কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।  সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here