আমেরিকানরা এখনো নারী নেতৃত্বে প্রস্তুত নয়: মিশেল ওবামা

0
আমেরিকানরা এখনো নারী নেতৃত্বে প্রস্তুত নয়: মিশেল ওবামা

সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা আমেরিকানদের উদ্দেশ্যে তীর্যক মন্তব্য ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘আপনারা শুধু শুধু আমাকে প্রেসিডেন্ট পদে লড়তে উৎসাহিত করবেন না। মিথ্যার বেসাতি করে আমাকে অযথা উস্কে দেবেন না। কারণ আপনারা নারী প্রেসিডেন্ট বানানোর জন্য প্রস্তুত নন, সেই মানসিকতা এখনো গড়ে উঠেনি। তাই অযথা আমার সময় নষ্ট করবেন না।’

গত ৫ নভেম্বর নিউইয়র্কে ‘ব্রুকলীন একাডেমি অব মিউজিক’র মিলনায়তনে অভিনেত্রী ট্র্যাস ইলিস রোসের সঞ্চালনায় মিশেলের নয়া গ্রন্থ ‘দ্য লুক’র ওপর মুক্ত আলোচনাকালে তিনি এসব কথা বলেন। এ গ্রন্থটি ফ্যাশন ও সৌন্দর্য চর্চা নিয়ে রচিত হয়েছে। 

উল্লেখ্য, ২০১৬ সালে হিলারী ক্লিনটন এবং গত বছরের নির্বাচনে কমলা হ্যারিস পরাজিত হবার পরিপ্রেক্ষিতে মিশেল ওবামার এমন মনোভাব তৈরী হয়েছে। এছাড়ও অনেকে মাঝেমধ্যেই মিশেলকে সামনের ২০২৮ সালের নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হবার আহবান জানাচ্ছেন। যদিও মিশেল বরাবরই তা নাকচ করেছেন। অধিকন্তু ইতিমধ্যেই কমলা হ্যারিস পুনরায় প্রার্থী হবার আভাস দিয়েছেন। 

মিশেল ওবামা বলেন, ‘এখনও এটা দু:খজনক হলেও সত্য যে, অনেক পুরুষ নারী প্রেসিডেন্টে আগ্রহী নন। নারীর নেতৃত্ব মানতে চান না। এবং তা আমরা অবাক বিস্ময়ে অবলোকন করেছি।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here