সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে: মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ

0
সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে: মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ

সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)–এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, ‘সকল অনুকূল পরিবেশে সহকর্মীদের সহযোগিতায় এগিয়ে যেতে হবে। গুজব প্রতিরোধে সাংবাদিকদের সবসময় সচেতন থাকতে হবে। সাংবাদিকরা সচেতন থাকলে সব ধরনের গুজব রোধ করা সম্ভব। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্য যাচাইয়ের অগ্রাধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। সত্য সংবাদ প্রকাশে সব সাংবাদিককে আপোষহীন থাকতে হবে।’

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলার সাংবাদিকদের জন্য আয়োজন করা ‘ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফারুক ওয়াসিফ আরও বলেন, ‘সাংবাদিকতা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। গুজবের কারণে একটি সমাজব্যবস্থা পর্যন্ত ভেঙে পড়তে পারে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানাই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ, পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত ও গোলাম মোর্শেদসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here