কানাডার মন্ট্রিয়েল মাতালেন কুমার শানু ও সাদনা সারগাম

0
কানাডার মন্ট্রিয়েল মাতালেন কুমার শানু ও সাদনা সারগাম

কানাডার দ্বিতীয় বৃহত্তম শহর মন্ট্রিয়েল মাতিয়ে তুলেছেন ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু ও সাদনা সারগাম। তানভীর আহমেদের রং প্রোডাকশনের আয়োজনে সেইন্ট ডেনিস থিয়েটারে অনুষ্ঠিত এ কনসার্ট ছিল দর্শকে কানায় কানায় পূর্ণ।

শরতের মনোরম আবহে আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসী দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় নব্বই দশকের নস্টালজিয়ায়। গানে গানে হাজির করা হয় সেই সময়ের পাশাপাশি বর্তমানের জনপ্রিয় গানও। হলজুড়ে ছিল করতালি, উচ্ছ্বাস আর সুরের মূর্ছনা।

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ সংগঠক ও ব্যবসায়ী তানভীর আহমেদ বলেন, কানাডা–যুক্তরাষ্ট্র নানা সংস্কৃতির মিলনভূমি। এখানে বাংলা সংস্কৃতিকে স্বমহিমায় তুলে ধরতেই প্রতিবছর এসব আয়োজন করি।

তিনি জানান, সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পীদের বড় বাজার সৃষ্টি এবং বাংলাদেশের গুণীদের সম্মানিত করাই তার লক্ষ্য।

২০১০ সাল থেকে নিয়মিতভাবে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করছেন তানভীর আহমেদ। এর আগে রুনা লায়লা, বালাম, হাবিব, প্রীতম হাসান, কেয়া পায়েল, বিদ্যা সিনহা মীম, মেহজাবীন চৌধুরীসহ দুই দেশের বহু শিল্পীকে নিয়ে সফল অনুষ্ঠান করেছেন তিনি। এবার সেই ধারাবাহিকতায় যুক্ত হয়েছে কুমার শানু ও সাদনা সারগামের অনুষ্ঠান, যা কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ও উপমহাদেশীয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here