আজ কুয়াকাটায় যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

0
আজ কুয়াকাটায় যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী আজ কুয়াকাটায় যাচ্ছেন। শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল’র স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন । 

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা মো.জাহাঙ্গীর আলম চৌধুরী সকাল সড়ে ৮টায় তার বাসভবন থেকে যাত্রা করে দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী সার্কিট উপস্থিত হয়। দুপুর দেড়টায় পটুয়াখালী পুলিশ লাইন এবং কোস্টগার্ড বেইজ পরিদর্শন করবেন। এসময় উপদেষ্টা কুয়াকাটাস্থ আনসার ও ভিডিপি এর রেস্ট হাউজে রাত্রিযাপন করবেন। 

এছাড়াও রবিবার সকাল ১১টায় বরিশালে যাত্রাপথে মৎস্য বন্দর, মহিপুর থানা পরিদর্শন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা ।

সফরকালে স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব, উপপ্রধান তথ্য অফিসার (পরিচালক) এবং সহকারি একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তা সফর সঙ্গী হবেন বলে জানা গেছে। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here