নিলামের আগে সানরাইজার্স হায়দরাবাদ থেকে মোহাম্মদ শামিকে দলে নিল লখনৌ সুপারজায়ান্টস। জাকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নতুন মৌসুমে তাই নতুন দলে দেখা যাবে ভারতের অভিজ্ঞ এই পেসারকে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শামিসহ আরও বেশ কয়েকটি ট্রেডিংয়ের খবর জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএলের গত মৌসুমে ১০ কোটি রুপিতে শামিকে কিনেছিল হায়দরাবাদ। এবার একই মূল্যে তাকে নিজেদের করে নিয়েছে লখনৌ। ২০১৩ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল অভিষেকের পর থেকে এখন পর্যন্ত পাঁচ দলের হয়ে খেলেছেন শামি। হায়দরাবাদের আগে ২০২২ সালে গুজরাট টাইটান্সে যোগ দেন অভিজ্ঞ পেসার। সেবার ২০ উইকেট নিয়ে শিরোপা জয়ে রাখেন বড় অবদান।
২০২৩ সালের আসরে ২৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির পুরস্কার পার্পল ক্যাপও জেতেন শামি। তবে চোটের কারণে ২০২৪ সালের আইপিএল খেলা হয়নি তার। পরে ২০২৫ সালে হায়দরাবাদের হয়ে ৯ ম্যাচে নিতে পারেন মাত্র ৬ উইকেট। এবার লখনৌর হয়ে শুরু হবে শামির নতুন আইপিএল অধ্যায়।

