বছর শেষের আগেই জেমিনাই ৩ সিরিজ আনার ইঙ্গিত গুগলের

0
বছর শেষের আগেই জেমিনাই ৩ সিরিজ আনার ইঙ্গিত গুগলের

গুগলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনাই-৩ প্রো নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে। সর্বশেষ এক ফাঁস হওয়া তথ্যে দাবি করা হয়েছে, কোম্পানি তাদের পরবর্তী ইমেজ এডিটিং মডেল ন্যানো বানানা ২–এর সঙ্গে জেমিনাই ৩ প্রো একসঙ্গে উন্মোচন করতে পারে। গুগল এখনো আনুষ্ঠানিকভাবে তারিখ জানায়নি।

একজন টিপস্টার এক্সে গুগলের জেমিনাই আইওএস অ্যাপের কোডের একটি অংশ শেয়ার করেছেন। সেখানে লেখা ছিল—‘Try 3 Pro to create images with the newer version of NanoBanana’ অর্থাৎ, ন্যানো বানানা ২–এর শক্তি জেমিনাই ৩ প্রো থেকেই আসতে পারে। এতে ধারণা করা হচ্ছে, গুগল নতুন ইমেজ এডিটিং মডেলটি ইচ্ছাকৃতভাবে ধরে রেখেছে, যাতে জেমিনাই ৩ সিরিজের সঙ্গেই প্রকাশ করা যায়।

এদিকে, কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, অ্যান্ড্রয়েড অ্যাপের ক্যানভাস মোডে তারা জেমিনাই ৩ প্রো–এর ক্ষমতার ইঙ্গিত পেয়েছেন। তাদের দাবি, জটিল ডিজাইন ও কোডিং অনুরোধে এর কর্মদক্ষতা বর্তমান জেমিনাই ২.৫ প্রো–এর তুলনায় বেশ উন্নত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here