যুক্তরাষ্ট্রে ৫৮ শতাংশ মানুষ ট্রাম্পে অসন্তুষ্ট

0
যুক্তরাষ্ট্রে ৫৮ শতাংশ মানুষ ট্রাম্পে অসন্তুষ্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি মানুষের সমর্থনের হার আরও কমে গেছে। ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার এ হার গত জানুয়ারিতে তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে সর্বনম্নি। 

গবেষণা প্রতিষ্ঠান ইপসোস পরিচালিত নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ মানুষ তার প্রতি অসন্তুষ্ট।

বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ মাসে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মে মাসের মাঝামাঝি তার প্রতি অসন্তুষ্ট মানুষের হার ছিল ৫২ শতাংশ।

তবে ট্রাম্পকে সমর্থন করেন এমন মার্কিন নাগরিকের হার ৪০ শতাংশেই স্থিতিশীল রয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে ১২০০ প্রাপ্তবয়স্ক ব্যক্তির মতামত নিয়ে অনলাইনে ৬ দিনব্যাপী জরিপটি পরিচালিত হয়। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা সম্পর্কেও তাদের প্রশ্ন করা হয়েছিল।

এরপর জরিপটি প্রকাশ করা হয়। জরিপে দেখা যায়, আগামী বছরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেশি।

উল্লেখ্য,বর্তমানে কংগ্রেসের দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। সম্প্রতি ভার্জিনিয়া, নিউজার্সি ও নিউইয়র্কে অনুষ্ঠিত গভর্নর নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্রেটিক দল। এসব নির্বাচনের ফলাফল ডেমোক্রেটদের মধ্যে মধ্যবর্তী নির্বাচন নিয়ে উত্সাহ-উদ্দীপনা বাড়িয়ে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here