কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা

0
কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা

কুমিল্লার চার উপজেলার আট কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ৬২টি স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। 

গোমতী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার (৪ নভেম্বর) পরীক্ষা অনুষ্ঠিত হয়। মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মুগসাইর এগার গ্রাম উচ্চ বিদ্যালয়, বড় শালঘর উচ্চ বিদ্যালয়, ভাংগরা বাজার থানা উমালোচন উচ্চ বিদ্যালয় ও শ্রীকাইল সরকারি কলেজসহ বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
নকলমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাড়তি সতর্কতা নেওয়া হয়। পরীক্ষা মনিটরিং করেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আর টি আবদুল হান্নান মাস্টারসহ অন্যান্য সদস্যরা। অভিভাবকরা জানান, শিশুদের জন্য মনোরম ও শান্ত পরীক্ষার পরিবেশ ছিল। 

অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলেন, এ বছর ৬২টি স্কুল আমাদের সাথে যুক্ত হয়েছে। দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে, এবং সব কেন্দ্রেই পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here