ক্যাটরিনার সঙ্গে পরিচয়ের গোপন কথা ফাঁস করলেন ভিকি

0
ক্যাটরিনার সঙ্গে পরিচয়ের গোপন কথা ফাঁস করলেন ভিকি

বলিউডের জনপ্রিয় জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ব্যক্তিজীবন বরাবরই ছিল আড়ালে। প্রেম থেকে বিয়ে—সবই হয়েছে নিভৃতে। সন্তানের জন্মের পর এবার স্ত্রী ক্যাটরিনাকে নিয়ে প্রথমবার খোলামেলা কথা বললেন ভিকি।

সম্প্রতি তিনি ‘টু মাচ উইথ টুইঙ্কল অ্যান্ড কাজল’ অনুষ্ঠানে অংশ নিয়ে জানান, কীভাবে তার জীবনে আসেন ক্যাটরিনা। ভিকির জানায়, তাদের প্রথম দেখা হয়েছিল একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে তিনি সঞ্চালকের ভূমিকায় ছিলেন, আর ক্যাটরিনা মঞ্চে পারফর্ম করছিলেন। ব্যাকস্টেজে অভিনেতা সুনীল গ্রোভার তাদের পরিচয় করিয়ে দেন।

প্রথম দেখার অভিজ্ঞতা স্মরণ করে ভিকি বলেন, “মঞ্চে ‘ছিকনি চমেলি’ গানে ওর সঙ্গে নাচ করেছিলাম। পরে ব্যাকস্টেজে দেখা হতেই ক্যাটরিনা আমাকে শেখাতে শুরু করল, কীভাবে সঞ্চালনা করতে হয়—যদিও তখন আর কিছুই করার ছিল না, শুধু ‘গুড নাইট’ বলাটাই বাকি।”

এটাই ছিল প্রথম আলাপ। এরপর আরেকটি পুরস্কার অনুষ্ঠানে দ্বিতীয়বার দেখা হয় তাদের। সেখানেই এক স্ক্রিপ্টেড পর্বে মজার ছলে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলেন ভিকি। তিনি বলেন, “আমি মঞ্চে বলেছিলাম, ‘ক্যাটরিনা, তুমি কেন ভিকির মতো একজন ভালো মানুষকে বিয়ে করছ না?’ তখন আমরা কেউই কাউকে ডেট করছিলাম না। কিন্তু মুহূর্তটাই ভাইরাল হয়ে যায়।”

মজার সেই পর্ব থেকেই ধীরে ধীরে বাস্তব জীবনে শুরু হয় তাদের সম্পর্ক। কিছুদিন গোপনে প্রেমের পর ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাঁরা। পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিবাহ।

এরপর থেকে সংসার গুছিয়ে নিয়েছেন ভিকি-ক্যাটরিনা। সম্প্রতি তাদের সংসারে এসেছে নতুন সদস্যও। এখন আর আগের মতো লুকোচুরি নয়, ব্যক্তিজীবন নিয়েও খোলামেলা হতে দেখা যায় ভিকি কৌশলকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here