দীর্ঘদিনের বর্জ্য অপসারণ: কলাপাড়ায় হাসপাতাল ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম

0
দীর্ঘদিনের বর্জ্য অপসারণ: কলাপাড়ায় হাসপাতাল ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম

পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ শয্যার হাসপাতাল ক্যাম্পাসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে ছড়িয়ে থাকা প্লাস্টিক, পলিথিন ও ময়লা-আবর্জনাসহ বিভিন্ন বর্জ্য পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত ৫০ জন সদস্য হাসপাতাল ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তারা হাসপাতাল অভ্যন্তরের প্রতিটি কক্ষ, টয়লেট, বাথরুম এবং ড্রেনে জমে থাকা বর্জ্য অপসারণ করেন।

সংগঠনটি বলেছে, ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা পেতে এই সচেতনমূলক কার্যক্রম অত্যন্ত জরুরি। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একই সময়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় মশক নিধন স্প্রে করা হয়েছে।

সংগঠনের সভাপতি নাজমুস সাকিব বলেন, নিজেদের দায়বোধ থেকে আমরা ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে হাসপাতাল ক্যাম্পাস, ড্রেন, টয়লেট ও বাথরুম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here