শেষ মুহূর্তে বাংলাদেশে আসছে না আর্জেন্টিনা

0
শেষ মুহূর্তে বাংলাদেশে আসছে না আর্জেন্টিনা

প্রথমবারের মতো কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এই লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের বিশ্বকাপে অংশ নেওয়ার কথা ছিল আর্জেন্টিনার। তবে শেষ মুহূর্তে এসে তাদের স্বপ্নভঙ্গ। বাংলাদেশের কাবাডি বিশ্বকাপ থেবে নাম প্রত্যাহার করে নিয়েছেন তারা। 

আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে এমনটাই জানতে পেরেছে বাংলাদেশের কর্মকর্তারা।আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে এবারের আসর।

আর্জেন্টিনা না আসায় এখন নারী বিশ্বকাপে এখন অংশ নেবে ১১ টি দেশ। এরই মধ্যে আজ সকালে জাঞ্জিবার ঢাকায় এসেছে।  বিকালে ভারতে  আসার কথা রয়েছে। 

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে আমরা জেনেছি আর্জেন্টিনা নারী বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। তবে স্বাগতিক হিসেবে আমরা স্থানীয় আবাসন ও অন্য সুযোগ-সুবিধা প্রদান করছি। যাতায়াতের বিষয়টি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের। হয়তো নারী বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আন্তর্জতিক কাবাডি ফেডারেশন ও আর্জেন্টিনার মধ্যে কোনো কিছু হয়েছে। এর বাইরে আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই।

এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চাইনিজ তাইপে,জার্মানি, হল্যান্ড, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার। আর্জেন্টিনা এবার ঢাকায় বিশ্বকাপে না আসলেও কাবাডি ফেডারেশনের আমন্ত্রণমূলক টুর্নামেন্টে আর্জেন্টিনার পুরুষ কাবাডি দল এসেছিল।

কয়েক মাস আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কাবাডি ফেডারেশন ১৫ নভেম্বর থেকে বিশ্বকাপ শুরুর সময়সূচি জানিয়েছিল। আজ প্রেস বিজ্ঞপ্তিতে অবশ্য দুই দিন পিছিয়ে ১৭ নভেম্বর টুর্নামেন্ট শুরুর তারিখ দিয়েছে। কাবাডির মূল ভেন্যু পল্টনস্থ কাবাডি স্টেডিয়াম। বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হবে মিরপুরের শহীদ সোহরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here