যুক্তরাষ্ট্রে পাঠানো এক লাখ ২৬ হাজার ৬৯১টি টয়োটা তুন্দ্রা, লেক্সাস এলএক্স ও লেক্সাস জিএক্স ব্র্যান্ডের গাড়ি ফেরত নেবে জাপানের গাড়ি নির্মাতা কম্পানি টয়োটা।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) এ তথ্য জানায়। গাড়িগুলো উৎপাদনের সময় ভাঙাচোরা যন্ত্রাংশের টুকরা ইঞ্জিনের ভেতরে ঢুকে যায়, যা সরানো হয়নি বলে ধারণা করা হচ্ছে। এগুলোর কারণে ইঞ্জিনে শব্দ হওয়া, অমসৃণ ড্রাইভ, স্টার্ট না নেওয়া কিংবা গাড়ির শক্তি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। গাড়ির গতি বেশি থাকাবস্থায় শক্তি কমে গেলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।
গ্যাসে চালিত এসব গাড়ি ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে উৎপাদন করা হয়। আগামী জানুয়ারির মধ্যে গাড়িগুলোর ক্রেতাদের নোটিশ দেবে টয়োটা। আপাতত টয়োটা এই ত্রুটিপূর্ণ গাড়িগুলো মেরামতের সমাধান খুঁজতে ব্যস্ত। সূত্র : রয়টার্স

