এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

0
এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। এখন ২৬ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে ফরম পূরণের আবেদনের সময় ১৬ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। কলেজ কর্তৃক  শিক্ষার্থীর ডাটা এন্ট্রি ও নিশ্চিত করার সময় ২৭ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া কলেজ কর্তৃক সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার কার্যক্রম ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিবরণী ফরমের তথ্য সঠিকভাবে অনলাইনে ডাটা এন্ট্রি করার পর প্রিন্ট আউট কপি যাচাই করে অধ্যক্ষ  স্বাক্ষর করার পর মূল কপিটি বাঁধাই করে কলেজে সংরক্ষণ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here