টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকর্মী নিহত

0
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকর্মী নিহত

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারির ছুরিকাঘাতে মশিউর রহমান (৩৩) নামে পোশাককর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মধুমিতা রোড এলাকার বিআরটি উড়াল সড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মশিউর নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার রনচন্ড্রি গ্রামের মবিন চৌকিদারের ছেলে। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, মশিউর জরুরি কাজে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেড় হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মধুমিতা রোডের বিআরটি উড়াল সড়কে আসার পর একদল ছিনতাইকারি তার পথরোধ করে। পরে তারা মশিউরের মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তার বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here