ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: মাদুরো

0
ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: মাদুরো

ক্যারিবিয়ান দেশগুলোতে হামলার উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। 

বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন প্রেসিডেন্ট। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের হামলাকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেন তিনি। ওই হামলার মতোই ক্যারিবিয়ান দেশগুলোতে আক্রমণকে বৈধ প্রমাণে মিথ্যা গল্প ফাঁদছে যুক্তরাষ্ট্র বলে দাবি তার। 

মাদুরো বলেন, যেহেতু তারা আমাদের কাছে কোনও পারমাণবিক কিংবা ধ্বংসাত্মক অস্ত্র থাকার প্রমাণ পায়নি, তাই অদ্ভুত সব কাল্পনিক গল্প ছড়াচ্ছে। যেসব এতটাই ভুয়া যে, স্বয়ং যুক্তরাষ্ট্রের মানুষেরাই এগুলো বিশ্বাস করছে না। 

এর আগে, মঙ্গলবার ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় প্রাণ গেছে অন্তত ছয়জনের। এ নিয়ে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here