বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র বর্তমানে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন। গত কয়েক দিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। এর পর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর গুজব, যা নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছে পরিবার।
মঙ্গলবার বিকেলে হেমা মালিনী ও কন্যা এষা দেওলকে হাসপাতালে দেখা যায়। দুজনের মুখেই উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল। মা-মেয়ে গাড়িতে বসে থাকা অবস্থায় ক্যামেরায় ধরা পড়েন। তাঁদের উপস্থিতি ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।
সকাল থেকেই ছড়িয়ে পড়া ভুয়ো খবরে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে পরিবার। সেখানে জানানো হয়েছে,’ধর্মেন্দ্র চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ভুয়ো খবর ছড়িয়ে ভুল তথ্য প্রচার করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ।’
হেমা মালিনীও সামাজিক মাধ্যমে লিখেছেন,’এই ধরনের খবর কেবল অপমানজনকই নয়, এটি দায়িত্বজ্ঞানহীনতাও। সবাই আমাদের প্রিয় ধর্মেন্দ্রজির দ্রুত আরোগ্য কামনা করুন।’
সানি দেওল ও ববি দেওলও নিয়মিত হাসপাতাল থেকে বাবার খোঁজ নিচ্ছেন। সানির টিমের পক্ষ থেকেও বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘স্যার চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। অনুরাগীরা তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করুন।’
গত ১ নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে।

