গভীর রাতে হৃতিকের ফোন, অবাক অভিনেত্রী

0
গভীর রাতে হৃতিকের ফোন, অবাক অভিনেত্রী

রাত তখন প্রায় দুটো। ফোনের স্ক্রিনে হঠাৎই ভেসে উঠল এক নাম -হৃতিক রোশন! নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না অভিনেত্রী কৃতি স্যানন। এই ব্যাপারটি প্রথম সিনেমা হিরোপন্তি-র মুক্তির কিছুদিন পরের ঘটনা। আর সেই রাতটাকে আজও ভুলতে পারেন না অভিনেত্রী।

কেন গভীর রাতে হৃতিক রোশন আচমকা তাকে ফোন করেছিলেন বলিউড অভিনেত্রী কৃতি সেনন সম্প্রতি এক সাক্ষাৎকারে তা প্রকাশ করেছেন।

বলিউড অভিনেত্রী কৃতি সেনন সম্প্রতি চ্যাট শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এ এক অবিশ্বাস্য মুহূর্তের কথা শেয়ার করেছেন।

ছোটবেলায় হৃতিকের ভক্ত ছিলেন। নিজের ঘরের দেয়ালে সবসময় হৃতিক রোশনের ছবি টাঙিয়ে রাখতেন। বলিউডে কৃতির প্রথম ছবি ‘হিরোপন্তি’ মুক্তির পর ঘটে অপ্রত্যাশিত ঘটনা। অভিনেত্রী বলেন, “হিরোপন্তি মুক্তির পরে শুধুমাত্র হৃতিকের জন্য একটি বিশেষ প্রদর্শনের আয়োজন করেছিলেন টাইগার শ্রফ, আমি বিষয়টা জানতামই না।”

এই ছবিতে কৃতির অভিনয় দেখে মধ্যরাতে হৃতিক রোশন ফোন করেছিলেন। কৃতি জানান, “রাত ২টার সময় আমি ঘুমোচ্ছিলাম। হঠাৎ এক অচেনা নম্বর থেকে ফোন এসেছিল। ধরতে পারিনি। পরে ট্রু-কলারে চেক করলে বুঝলাম, ফোনটি হৃতিকের। আমি থতমত খেয়ে গিয়েছিলাম। সকালে তার সঙ্গে যোগাযোগ করি।”

তিনি বলেন, ফোনটি ছিল জীবনের অন্যতম প্রিয় মুহূর্ত। হৃতিক তাকে অভিনয়ের জন্য প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন, “তোমার অনেক প্রতিভা আছে। তুমি অনেকদূর যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here