মিমির সেই ‘বিশেষ আপন’, যাকে ছাড়া তার একটা দিনও চলে না

0
মিমির সেই ‘বিশেষ আপন’, যাকে ছাড়া তার একটা দিনও চলে না

টলিউডের ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী। বর্তমানে ‌‘সিঙ্গেল’ জীবন উপভোগ করছেন। আপাতত বিয়ে কিংবা সম্পর্কে জড়াতে চান না তিনি। ক্যারিয়ারেই ফোকাস অভিনেত্রীর।

মিমির এই সিঙ্গেল জীবনে একজন আছেন ‘বিশেষ আপন’, যাকে ছাড়া তার একমুহূর্তও চলে না। সেই ব্যক্তিটি হলো নায়িকার সহকারী বুল্টি। নিজেই বুল্টিকে তার জীবনের অপরিহার্য অংশ বলে দাবি করেছেন মিমি। 

বুল্টির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল হ্যান্ডেলে নায়িকা লেখেন, ভাগ্যিস তুই ছিলি। আমার মনে হয়, তোকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারব না। খাবার থেকে ঘুম, ট্রাভেল থেকে শুট, পার্টি থেকে বন্ধু—আমার জীবনে সবটা গোছানো শুধু তোর জন্য। লাভ ইউ, শুভ জন্মদিন বুল্টি।

সহকারীর সঙ্গে নায়িকার এমন মধুর সম্পর্ক নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। দুজনকেই শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন নেটিজেনরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here