চেনা ছন্দে ফিরবেন বেনজেমা, আশাবাদী আনচেলত্তি

0

ক্লাসিকোতে বার্সেলোনাকে চাপে রাখলেও ম্যাচজুড়েই আক্রমণে ধুঁকেছে রিয়াল মাদ্রিদ। লক্ষ্যে তারা রাখতে পারেনি একটিও শট। করিম বেনজেমাও ছিলেন না চেনা ছন্দে। তবে এই ফরোয়ার্ড ও আক্রমণভাগ নিয়ে মোটেও চিন্তিত নন কার্লো আনচেলত্তি।  মাদ্রিদের দলটির কোচ মনে করেন, আক্রমণে সব ঠিকঠাক রয়েছে তাদের। 

বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের প্রথম লেগে গত বৃহস্পতিবার ১-০ গোলে হেরে যায় রিয়াল। ২০১০ সালের পর নিজেদের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথমবারের মতো কোনো ম্যাচে লক্ষ্যে শট রাখতে ব্যর্থ হয় স্পেনের সফলতম ক্লাবটি। 

নিজেদের পরের ম্যাচে রবিবার (০৫ মার্চ) রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে রিয়াল। এই ম্যাচের আগে বেনজেমা ও দলের আক্রমণের অন্য খেলোয়াড়দের কাঁধে আস্থার হাত রাখলেন আনচেলত্তি। 

তিনি বলেন, সব ম্যাচেই শীর্ষ পর্যায়ে থাকা সম্ভব নয়। বেনজেমা আমার চিন্তার কারণ নয়, আমি তাকে ভালো অবস্থায় দেখছি। তার শারীরিক অবস্থা ভালো, মৌসুমের প্রথম অংশের তুলনায় অবশ্যই ভালো। আক্রমণে সম্মিলিতভাবে আমরা খুব ভালো।

আনচেলত্তি আরও বলেন, আমরা লিগে সবচেয়ে বেশি গোল করা দল। বেনজেমা শুধু নির্দিষ্ট কিছু মুহূর্তে ব্যর্থ হয়েছে, আর কিছুই নয়। তবে কোনো সমস্যা নেই। অ্যানফিল্ডে (লিভারপুলের বিপক্ষে) আমরা পাঁচ গোল করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here