কপাল খুলল চালোবার

0
কপাল খুলল চালোবার

বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ড দল থেকে ছিটকে পড়েছেন ক্রিস্টাল প্যালেস ডিফেন্ডার মার্ক গুয়েহি। তার জায়গায় সুযোগ মিলেছে চেলসি ডিফেন্ডার ট্রেভোহ চালোবার।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

গত সপ্তাহে কনফারেন্স লিগে পায়ের চোটে পড়েন গুয়েহি। ফলে ১৪ নভেম্বর সার্বিয়া ও ১৬ নভেম্বর আলবেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ডাকা হয়েছে চালোবাকে। 

চলতি বছর মে মাসে প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পান চালোবা, সেনেগালের বিপক্ষে হয় অভিষেক। সেপ্টেম্বরে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচগুলোর দলে স্থান পাননি। অক্টোবরেও দলের বাইরে ছিলেন তিনি। 

ইংল্যান্ড দলে আরও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নিউক্যাসল কোচ এডি হাও জানিয়েছেন, ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন (হিপ ইনজুরি) এবং গোলকিপার  নিক পোপ (মাথায় আঘাতজনিত কারণে) দল থেকে পড়তে পারেন। 

ইংল্যান্ড ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। অক্টোবরে লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে দলটি। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আলবেনিয়া। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে সার্বিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here