মালিতে টিকটকারকে প্রকাশ্যে হত্যা

0
মালিতে টিকটকারকে প্রকাশ্যে হত্যা

মালিতে টিকটক ইনফ্লুয়েন্সার মারিয়াম সিসেকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সশস্ত্র গোষ্ঠী। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

টিমবাক্টুর মেয়র ইয়াহিয়া তানদিনা জানান, গত শুক্রবার একেচেল এলাকার সাপ্তাহিক বাজার থেকে সিসেকে অপহরণ করা হয়। পরদিন সন্ধ্যায় অপহরণকারীরা তাকে টনকা শহরের স্বাধীনতা স্কয়ারে নিয়ে আসে এবং জনসম্মুখে গুলি করে হত্যা করে।

টনকা গ্রামটি টিমবাক্টু শহর থেকে প্রায় ৯৩ মাইল দূরে নাইজার নদীর তীরে অবস্থিত। এলাকাটিতে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেনিম) সক্রিয়। তবে এখনো কেউ এই হত্যার দায় স্বীকার করেনি।

স্থানীয় সূত্র জানায়, সিসে সামরিক বাহিনীর সদস্য না হলেও নিয়মিত টিকটকে সামরিক বাহিনীর সমর্থনে ভিডিও পোস্ট করতেন। মাঝে মাঝে সামরিক পোশাক পরা তার ভিডিওগুলো চরমপন্থিদের দৃষ্টি আকর্ষণ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মেয়র তানদিনা আরও জানান, হত্যার কয়েক দিন আগে সিসে মৃত্যুর হুমকি পেয়েছিলেন।

২০১২ সাল থেকে মালিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সহিংস সংঘাত চলছে। ২০২০ সালে নিরাপত্তাহীনতার অজুহাতে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে, পরের বছর আরেক সামরিক অভ্যুত্থান ঘটে। এরপর দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হয়। বর্তমানে জেনিম গোষ্ঠী গ্রামীণ এলাকায় সক্রিয় এবং দেশজুড়ে জ্বালানি অবরোধ চালাচ্ছে।

বিশ্বজুড়ে সাম্প্রতিক মাসগুলোতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ওপর সহিংসতা বেড়েছে। আগস্টে যুক্তরাষ্ট্রে টিকটক ইনফ্লুয়েন্সার আরিয়েলা মেহিয়া-পোলাঙ্কো গুলিতে নিহত হন। জুনে ভেনেজুয়েলায় হেসুস সারমিয়েন্তো লাইভ সম্প্রচারের সময় খুন হন। একই মাসে পাকিস্তানে ১৭ বছরের তারকা সানা ইউসুফ গুলিতে মারা যান। মে মাসে মেক্সিকোতে ভ্যালেরিয়া মার্কেজ টিকটক লাইভ চলাকালে গুলিতে নিহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here