৩৮০০ শিশুর হার্ট সার্জারিতে অবদান : মানবসেবায় রেকর্ড জনপ্রিয় গায়িকার

0
৩৮০০ শিশুর হার্ট সার্জারিতে অবদান : মানবসেবায় রেকর্ড জনপ্রিয় গায়িকার

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা পলক মুচ্ছল শুধুমাত্র তার সুরেলা কণ্ঠের জন্যই নয়, এবার মানবসেবার ক্ষেত্রেও নজর কেড়েছেন। একাধিক সুপারহিট সিনেমার গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী ৩ হাজার ৮০০ জনেরও বেশি শিশুর হার্ট সার্জারির উদ্যোগে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অফ রেকর্ডসে নাম লেখাতে সক্ষম হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছোটবেলা থেকেই সমাজ সেবায় নিবেদিত প্রাণ পলক মুচ্ছল। তিনি মূলত দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য কনসার্টের মাধ্যমে তহবিল সংগ্রহ করে থাকেন। এই মহান উদ্যোগে ইতোমধ্যেই হাজার হাজার শিশুর জীবন পরিবর্তিত হয়েছে।

পলকের মানবসেবার যাত্রা শুরু হয় মাত্র সাত বছর বয়সে। একবার ট্রেনে যাত্রার সময় কিছু দুঃস্থ শিশুকে দেখে তার জীবনের লক্ষ্য পরিবর্তিত হয়। সেই দিন থেকে তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, ‘আমি একদিন ঠিক এই মানুষগুলোর পাশে দাঁড়াব।’

এরপর জন্ম নেয় ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’, যার মাধ্যমে বহু শিশুর জটিল হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য গান গেয়ে মাত্র সাত-আট বছর বয়সে তিনি ২৫ হাজার টাকা উপার্জন করেছিলেন।

একটি স্কুল পড়ুয়াকে হার্ট সার্জারির জন্য প্রায় ৫১ হাজার টাকা সংগ্রহের মাধ্যমে পলকের হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। শিল্পীর এই মানবিক উদ্যোগ তাকে প্রথম কোনো বলিউড গায়িকা হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে দিয়েছে।

গান এবং সমাজসেবা একত্রে পলক মুচ্ছলকে মানবজাতির কাছে অনুপ্রেরণার নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here