আজারবাইজান সীমান্তে তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত

0
আজারবাইজান সীমান্তে তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত

আজারবাইজান থেকে তুরস্কগামী একটি সি-১৩০ সামরিক কার্গো বিমান মঙ্গলবার জর্জিয়া-আজারবাইজান সীমান্ত এলাকায় বিধ্বস্ত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমানে ২০ জন তুর্কি সেনা সদস্য ছিলেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা জীবিত উদ্ধারের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি আজারবাইজান থেকে তুরস্কের উদ্দেশ্যে উড্ডয়ন করার পর সীমান্তের কাছাকাছি গিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আজারবাইজান ও জর্জিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলেন, বিমানের ধ্বংসাবশেষে পৌঁছানোর কাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে চলছে। আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া এনসোসিয়াল নামের তুর্কি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেলা গেলাদজের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দুজনেই ঘটনাস্থলে যাচ্ছেন।

তুরস্কের যোগাযোগ দপ্তরের পরিচালক বুরহানেত্তিন দুরান জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। তিনি জনগণকে অনুরোধ করেন, সঠিক তথ্য জানতে শুধু সরকারি বিবৃতির ওপর নির্ভর করুন এবং অনিশ্চিত খবর প্রচার থেকে বিরত থাকুন।

এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাকা বোতচোরিশভিলির সঙ্গে ফোনে কথা বলেন। দুজনই উদ্ধার কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং জর্জিয়ার পক্ষ থেকে তুরস্ককে সমবেদনা জানানো হয়।

জর্জিয়ার আকাশপথ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সাকারোনাভিগাটসিয়া জানায়, সামরিক বিমানটি আজারবাইজান সীমান্ত অতিক্রম করে জর্জিয়ার আকাশে প্রবেশের কয়েক মিনিট পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এর পরপরই তারা একটি উদ্ধার দল পাঠায়।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দুর্ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ফোন করে গভীর শোক প্রকাশ করেছেন। আলিয়েভ বলেন, আজারবাইজানের সংশ্লিষ্ট সংস্থাগুলো তুরস্কের সঙ্গে যোগাযোগ রক্ষা করে উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে।

এছাড়া তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়িলমাজ আজারবাইজানের প্রধানমন্ত্রী আলি আসাদভের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, আজারবাইজান এই দুর্ঘটনায় তুরস্কের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

ইয়িলমাজ বলেন, আমরা আজারবাইজানের আন্তরিক সমবেদনার জন্য কৃতজ্ঞ। নিহত সেনাদের আত্মার শান্তি কামনা করছি। সূত্র: টিআটি ওয়ার্ল্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here