একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি বলেছিলেন, ‘আমি এমন এক জায়গা থেকে এসেছি, যদি সেখানে আমি আমার বাবাকে বলতাম আমি হতাশ (ডিপ্রেশনে ভুগছি), তবে আমার বাবা আমাকে থাপ্পর দিয়ে বলতেন কাজে চল। গ্রামে কেউ হতাশায় ভোগে না। সেখানে সবাই সুখী। আমি শহরে এসে উদ্বিগ্নতা, হতাশা, মানসিক অসুস্থতার কথা শুনেছি। শহরেই এসব কিছু ঘটে। এখানকার সবাই তাদের আবেগকে মহিমান্বিত করে তোলে। যখন বৃষ্টি নামে শ্রমিক কিংবা ফুটপাতের বাসিন্দারা নাচানাচি করে। তারা হতাশা সম্পর্কে কিছুই জানে না। আপনি যতো অর্থ আয় করবেন, আপনি তার সাথে ততো এ ধরনের অসুস্থতাও অর্জন করবেন।’
নওয়াজের এই কথায় চটেছেন ভারতের অনেক নেটিজেনরা। তারা বলছেন, হতাশাকে এরকম সরলীকরণ করা যায় না। হতাশা কোনো বৈষম্য করে না। ধনী গরিব সবাই হতাশায় ভোগেন। অনেকেই বলছেন, মানসিক সমস্যা কেবল শহুরে বিষয় নয়।
চলচ্চিত্র নির্মাতা লক্ষ্মী আইয়ার টুইটে লিখেছেন, ‘মানসিক স্বাস্থ্য কোনো বৈষম্য করে না। আমাদেরও করা উচিত নয়। নওয়াজ আপনার কথা ঠিক এবং ভুল দুটোই। ডিপ্রেশন সবার জন্য এটাই সত্যি।’
সূত্র: এনডিটিভি