উদীচী ফ্রান্স সংসদের আয়োজনে বৈশাখী মেলা অনুষ্ঠিত

0

মঙ্গল শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু কিশোরদের গান, কবিতা, নৃত্য ,নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ফ্রান্সের উবারভিলিয়ে শহরে উদীচী ফ্রান্স সংসদ আয়োজন করল বৈশাখী মেলা।

রবিবার ফ্রান্সের স্থানীয় সময় দুপুর ৩টায় এই মঙ্গল শোভাযাত্রা শেষে ৬০জন শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশি বংশোদ্ভুত শিশুদের পাশাপাশি অন্যান্য জাতীগোষ্ঠীর শিশুরাও অংশ নেয়।

বিকাল থেকে মঙ্গল শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নেচে-গেয়ে প্রবাসীরা ব্যস্ত সময় কাটান।

আলোচনা অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী দুলালের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি কিরণ্ময় মণ্ডলের উপস্থিতিতে বক্তব্য রাখেন উবারভিলিয়ে ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি কার্লোস সামেদু, উবারভিলিয়ের প্রাক্তন ১ম সহকারী মেয়র অন্তনী দাগে, আঞ্চলিক নাট্য পরিষদ পরিচালক ম্যাডাম সেলি পাতে, ভিল দে মুজিক দু মন্ড পরিচালক কামেল আফ্রিদী, ম্যাডাম জিং ওয়াং, এন্ট্রোপলগ, উবারভিলিয়ে লা ফন্স আনসুমী সাধারণ সম্পাদক অধ্যাপক গিওম লাসকো, উবারভিলিয়ের সহকারী মেয়র ম্যাডাম সানড্রিন ডেজির, সহকারী মেয়র ম্যাডাম কউরতুম সাক্কো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উবারভিলিয়ে পন্তার সংসদ সদস্য ডমিনিক দনদ্রিয়ো, উবারভিলিয়ে পন্তার সংসদ সদস্য সেবাস্তিয়া লাশো, উবারভিলিয়ের সহকারী মেয়র ম্যাডাম মনিক বিতো, লেখক ভাষাবিদ উবারবাবেল সভাপতি মিশেল ফাগা, উবারভিলিয়ে মেরী আন্তর্জাতিক বিভাগ পরিচালক মণ্ডলীর সদস্য হালফ হোপম্যান, ফ্রান্সের কমিউনিস্ট পার্টি উবারভিলিয়ে শহরের সাধারণ সম্পাদক হোজে।

কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ড. অনাদী ভট্টাচার্য, সংগীত শিল্পী আরিফ রানা, কবি আবু জুবায়ের, শিক্ষক হাসনাত জাহান, কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম, শাহীন আরমান চৌধুরী, উদয়ন বড়ুয়া, তাপস বড়ুয়া রিপন, বিসিএফ সভাপতি এমডি, ইপিবিএ সভাপতি ফারুক খান, ইপিএস কমিউনিটি ফ্রান্সের সেক্রেটারি মাহমুদুল হাসান, সহ সভাপতি জুয়েল ডি আর লেলিন, আইসা প্রেসিডেন্ট ওবাইদুল্লা কয়েস, লিগ্যাল এইড সভাপতি আজাদ মিয়া, বাংলাদেশ ফানিচারের সেলিম রেজা, গণমাধ্যম কর্মী ফেরদৌস রহমান আখঞ্জি, এনায়েত হোসেন সোহেল, লুৎফর রহমান বাবু, মোসাদ্দেক হোসেন সাইফুল, অনুপম বড়ুয়া টিপু, ইকবাল মাহমুদ জাফর, নজমুল কবির, শাবুল আহমেদ, বাদল পাল, আলী হোসেন, মাসুদ আহমেদ, মেজবাহ আহেদ, চৌধুরী মারুফ অমিত প্রমুখ।

আলোচনা পর্ব শেষে উদীচী পরিচালিত বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং উদীচী পরিবারের শিশু কিশোরদের গান, কবিতা, নৃত্যসহ উদীচীর শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বর্ষবরণ আয়োজনে অনুষ্ঠান পরিকল্পনা এবং সংগীত পরিচালনায় ছিলেন সংগঠনের সহসভাপতি শিল্পী রোজী মজুমদার, যন্ত্রানুসঙ্গ নির্দেশনায় সংগঠনের সহসভাপতি শিল্পী সাগর বড়ুয়া, সহযোগিতায় প্লাসিড শিপন রিবেরিও, নৃত্য পরিকল্পনায় ও নির্দেশনায় নৃত্য সম্পাদক জি এম শরিফুল ইসলাম, নৃত্য নির্দেশনায় সহযোগিতায় নৃত্যশিল্পী দেবশ্রী চট্টপাধ্যায়, সুবর্ণা তালুকদার, নাট্য নির্দেশনায় প্রদীপ কুমার বড়ুয়া টিপু এবং দীপক নিকোলাস গোমাজ, শিশুদের নাট্য নির্দেশনায় রুমানা আফরোজ, আবৃত্তি নির্দেশনায় সহসাধারণ সম্পাদক শম্পা বড়ুয়া।

সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সহসাধারণ সম্পাদক শম্পা বড়ুয়া এবং সংগীত বিভাগের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম, মঙ্গল শোভাযাত্রার ব্যবস্থাপনায় ছিলেন মঞ্চ, সাজসজ্জা ও অভ্যর্থনা বিভাগের নির্বাহী সম্পাদক এলান খান চৌধুরী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন উত্তম কর্মকার, মঞ্চ সজ্জা এবং অনুষ্ঠান স্থান ব্যবস্থাপনায় ছিলেন উপদেষ্টা রজত রায় রাজু, উপদেষ্টা সলিমুল্লাহ সিদ্দীকি রানা, উপদেষ্টা জহীর হোসেন ভুইয়া, সহসভাপতি পলাশ বড়ুয়া, সহসভাপতি সাখাওয়াত হোসেন হাওলাদার, সহসাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রায়হান, সংগঠন বিভাগের নির্বাহী সম্পাদক সম্পাদক দুলাল চন্দ মিশেল, নাট্য বিভাগের নির্বাহী সম্পাদক তপন দাস, তথ্য ও মিডিয়া বিভাগের নির্বাহী সম্পাদক শুভাশিস রায় শুভ, সদস্য নাসির উদ্দিন, সমন্বয়ক হিসেবে ছিলেন উদীচী ফ্রান্স সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আলী দুলাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here