ভারতের দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণে ৯ জন নিহত হওয়ার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এর পেছনের ষড়যন্ত্রকারীদের রেহাই দেওয়া হবে না। দায়ী সকলকে বিচারের আওতায় আনা হবে।
মঙ্গলবার ভুটানের থিম্পুতে ভাষণে তিনি এ কথা বলেন।
প্রতিবেশী দেশটির রাজা জিগমে সিংগে ওয়াংচুকের ৭০তম জন্মদিন উদযাপনে যোগ দিতে দুই দিনের সফরে আজ সকালে থিম্পুতে পৌঁছান মোদী।
ভাষণে প্রধানমন্ত্রী মোদী এ বিস্ফোরণকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন। বলেছেন, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ বুঝতে পারছেন।
নরেন্দ্র মোদী বলেন, গত রাত থেকে আমি এই ঘটনার তদন্তকারী সব সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছি। আইনশৃঙ্খলা বাহিনী এ ষড়যন্ত্রের আদ্যোপান্ত জানার চেষ্টা করছে। ঘটনায় দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
সফরের আগে, নরেন্দ্র মোদী তার ওয়েবসাইটে ভুটানের রাজার জন্মদিনে দেশটির জনগণের সঙ্গে যোগ দিতে পারাকে সম্মানের বলে অভিহিত করেন।
এই সফরে দুই দেশের জ্বালানি অংশীদারিত্বের অংশ হিসেবে, পুনাটসাংছু-২ জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করা হবে। যা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

